গ্রামীনফোনের প্রতারনার নতুন ফাঁদ ।সাবধান !!!

আশা করি সবাই ভালো আছেন।আমিও আপনাদের দোআয় ভালোই আছি।আর টিটির সাথে থাকলে সবাই ভালো থাকে।অনেক দিন পর টিটিতে টিউন করতে বসলাম।আমরা সবাই আমাদের দেশের রক্তচোষা হারামী গ্রামীনফোনের কথা জানি যে তারা কত বড় প্রতারক।এতদিন শুধু অন্যের সাথে গ্রামীনফোনের প্রতারনার কথা শুনেছি।কিন্তু আজ আমি নিজেই প্রতারনার শিকার হয়ে টিটিতে শেয়ার করছি।আপনারা অবশ্যই জানেন গ্রামীনফোন কিছুদিন আগে যারা নিদিষ্ট সময় পর্যন্ত যারা মোবাইলে ৫ এমবি এর নিচে ডাটা ব্যবহার করছে তারা ৪৯ টাকায় ২৫০ এমবি এবং ৯৯ টাকায় ১ জিবি ডাটা কিনতে পারবে।সেই অনুযায়ী আমি অফারের আওতাভুক্ত।প্রথমে আমি ৯৯টাকা+ভ্যাট সহ ১১৪ টাকা দিয়ে প্যাকটা কিনি।তো ভালোই চলছিল।এমবি শেষ হবার পর আমি আবার চেক করি যে এই ভাবে আবার এমবি কেনা যায় কিনা ।আমার মোবাইলে পযাপ্ত ব্যলেন্স না থাকার কারনে মেসেজ আসলো যে আপনার মোবাইলে পর্যাপ্ত ব্যলেন্স নেই,দয়া করে রিচার্জ করুন।তাতে বুজলাম যে আবার ১১৪ টাকা দিয়ে ১ জিবি কেনা যাবে।তাই আমি ১২৫ টাকা রিচার্জ করলাম।তার পর যথা নিয়মে আগের মত প্যকেজটি ক্রয় করলাম।আমাকে মেসেজ দিলঃ

                                           Congratulations!1GB 3G pakage will be activted soon.Please wait for the confirmation sms.

কিন্তু তার পরেই আবার মেসেজ দিল:

                                      we are sorry to inform you that your current balance is not sufficient to avail the offer.please recharge and try again.

তারপর ব্যালেন্স চেক করে দেখি আমার ১১৪ টাকা কেটে নিছে কিন্তু কোন এমবিও দেই নাই। আমি পুরাই হতাশ হয়ে কাস্টমার কেয়ারে ফোন দিলাম।৫ মিনিট অপেক্ষা করার পর এক জনের সাথে সুযোগ হল আমার কথা বলার ।তার কাছে আমার সমস্যাটি খুলে বললাম ।তিনি আমাকে বলল আপনার সমস্যাটা আমি দেখছি। এ বলে ২ মিনিট পর আবার একই কথা বলল আপনার সমস্যাটা আমি দেখছি।কিন্তু তার পরে আর কোন কথা নাই।এই ভাবে ১৭ মিনিট কেটে গেল কিন্তু কোন কথা বলছে না।
তাই আমি নিজেই লাইনটা কেটে দেই।

আবার ৩০ মিনিট পরে কেয়ারে ফোন দেই ।যথারিতী আগের মত আর একজন ফোন ধরে আমার সমস্যা টা জানতে চায়।আমি সব খুলে বলি।তিনি আগের মতই বলে আপনার সমস্যাটা আমি দেখছি।দুই মিনিট অপেক্ষা করার পর বলে আমি অফারটি কোথায় দেখেছিলেন,আমাদের সাইটে না অন্য কোথাও, কত দিন আগে দেখেছিলেন,কত দিন আগে প্যাকটি কিনেছিলেন ইত্যাদি।তার কথায় বোঝা গেল তিনি এই অফার সম্পর্কে জানে না । ১৯ মিনিট  আপনার সমস্যাটা আমি দেখছি,আপনার সমস্যাটা আমি দেখছি বলে দেরি করিয়ে অবশেষে বলে এই ধরনের অফার সম্পর্কে আমাদের জানা নেই।আপনি নিকটস্ত কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন।
এই হল আমাদের দেশের ১ নম্বর টেলিফোন অপারেটরের অবস্থা এবং তাদের কাস্টমার সার্ভিস।

আমাদের থানাতে শুধু গ্রামীনফোনেরই থ্রিজি আছে তা না হলে সিমটা আজই বাদ দিতাম। অন্য সিমের থ্রিজি নেটওয়ার্ক আছে ১৪ কিলোমিটার দূরে।যদি কোন ভাবে দূর থেকে থ্রিজি নেটওয়ার্ক পাওয়ার ব্যবস্থা থাকে তাহলে পরামর্শ দিয়ে হেল্প করতে পারেন।তাহলে আজ হারামী সিম বাদ দিব।

সৌজন্যঃ TechSparkBD

Level 2

আমি রাকিব সরকার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

চোড়ের উপর বাটপারি এক অফার ২০০বার নিতে চাইলে ধরা তো খাবেনই।।অতি লোভে তাতি নষ্ট হু হু হু।।

আগে স্টপ করে নিতে হয় ভাইয়া,,না হলে এমন তো করবেই

Oopss

opssssssss

আমি ও গ্রামীণ সিম বাদ দিব হেল্প চাই।
http://mobi.techtunes.io/help-ask/tune-id/333058

ভেরি দুঃখ

আমিও বড় বাঁশ খাইছি, ১১৪টাকা দিয়ে ৫০০এমবি কিনলাম যাতে ৩০ দিন মেয়াদ হয়হ,হলোও ২৬/২/১৫, তো ঐ প্যাক নেওয়ার পর GIFTXXXX এর ৬০ এমবি নিছি, মেয়াদ হয়ে গেল ১২/২/১৫!!!! পুরো১১৪ টাকা বাশ+মেয়াদ নাই!!! :'( :'(

harami-phone …. mayed baranor system ta bondho kore diase tai gp slow net babohar bondho kore dilam …..

স্টার গ্রাহকদের ৯৯৯ টাকা রিচার্জ করলে একটি ইন্টারনেট সিমসহ মডেম ফ্রি। কিন্তু তাদের অফিসে ১০ ধরে একই কথা বলছে মজুদ নেই ডিমান্ড দেওয়া আছে। আসলে পাবেন

আপনি মিঞা এখনও মান্ধাত্যা আমলে। টেলিটকে আসেন

আমি শুধু ফ্রী নেট চালানোর জন্য হারামি চালাই

Level 0

টেলিটকই ভাল…. …..কোন offer কম দিলেও অন্যদের মতন চুরি করে না…………….

কে বলল টেলিটক অফার কম দেয়?
ওদের নিত্যনতুন অফার তো লেগেই আছে। এই সেদিন মেসেজ পেলাম, আগামী ৬ মাসের জন্য আমি প্রতি জিবি ১৩০ টাকায় কিনতে পাব। তা ছাড়া ৯৯ টাকায় ১ জিবি, ৩০০ টাকায় ৫ জিবি, ৫০০ টাকায় ১০ জিবি তো আছেই। এমন কমে পাই বলেই আমি ফ্রিতেও ইন্টারনেট চালাই না। আর টেলিটক এর স্পিড তো পুরাই পাংখা। 🙂
শুধু নেটওয়ার্ক কভারেজ টা বড্ড সীমিত। 🙁

Level 2

99 takay 1GB offer ta ki one time na multiple?Jodi multiple hoy tahole kivabe nite hobe koro janathakle janben please.

@saeedrony: যতবার ইচ্ছা নিতে পারেন।বিস্তারিত http://www.teletalk.com.bd/cpoint/3G/3g_data_plan.php