কেমন আছেন সবাই? ভাল নিশ্চয়ই। কারন আল্লাহ তার বান্দাকে যে অবস্তাই রাখেন ভালই রাখেন। এ আসি মূল কথাই ,রবি একটি ঈদ অফার চলছে আর তা হল ৩৫ টাকায় ৫০০ এম বি, ৩জি ইন্টারনেট ।মেয়াদ ৩ দিন, যাদের লাগবে নিয়ে নিতে পারেন। ডায়াল *৮৪৪৪*৫০০২০# অল্প টাকাই ভাল নেট অফার।আমি ব্যবহার করছি। 😉
এছাড়া ইউটিউব এ একটা মজার ভিডিও দেখলাম। আপনিও চাইলে দেখতে পারেন। এখানে
আমি masumali930। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
হারামীর ফোনের মত রবীও এখন ‘চুতিয়া’ ফোন হইয়াগেছে। আমি 2জি’র 1জিবি ডাটা কিনিয়া (30 দিন মেয়াদ) ব্যবহার করতেছি প্রায় বছর খানেক হল। প্রতিমাসে যেখানে আমি 700-800 এম.বির মতো ডাটা ব্যবহার করতে পারতাম। এখন গত দুই মাস যাবত 15/20 দিনের মধ্যেই আমা 1 জিবি ডাটা শেষ হইয়া যাইতেছে। অথচ আমি কোন ডাউনলোড করিনা কোন ভিডিও কল করিনা, ইভেন ফেইসবুকও না। শুধু ভাইবার/লাইন এই দুইটা আ্যপস দিয়া দেশের বাহিরে কথা বলি। ব্যাস গত 8/9মাস ভালই সার্ভিস দিসে রবি। কিন্তু গত মাস থেকে হঠাৎ এমবি গায়েব হইয়া যাইতেছে। চিন্তা করতাছি রবিরে তালাক দেওনের সময় বুঝি হইয়াগেছে……….যেমন দিছিলাম হারামির ফোনেরে…….
আসলে টেকটিউনস এ একটিভ মডু নাই । তা নাহলে এত স্পামার আসে কোথা থেকে ।