গ্রামীনফোনে 64MB, 3G Pack মাত্র 3.45(ভ্যাট সহ) টাকায়।

সবাইকে সালাম জানিয়ে শরু করছি। কিছু ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। গ্রামীনফোন আবার নিয়ে আসল নতুন একটি 3G আফার। মাত্র 3.45 টাকায় 64এমবি।

আফারটি একটিভ করবেন যে ভাবে ( রেজিস্ট্রেশন করতে )

 MC1 space 3G sent 8282 ( এস এম এস চার্জ ফ্রি)

31 মার্চ 2014 থেকে 2এপ্রিল 2014 এর মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে।

আর 4এপ্রিল 2014 থেকে অফারটি উপভোগ করা যাবে। এর মেয়াদ  5 দিন।

64MB, 3G Pack 512 কেবিপিএস স্পিড এ পাওয়া যাবে।

ভলিউম জানতে  *500*60#

ব্যবহৃত ভলিউম জানতে *500*61#

কিছু ভুল আমাকে ক্ষমা করবেন। ধন্যবাদ সবাইকে।

Level 0

আমি masudqm। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 55 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

( MC1 3G sent 8282)

মেয়াদ কত দিন?

ধন্যবাদ, জয় ভাইয়া।

Level 0

খুব ভাল

Level 0

মেয়াদ যদিও ৫ দিন আপনি সেটাকে ১ মাস করে নিতে পারেন। প্রথমে *500*0# ডায়াল করে PAYG প্যাকেজটা একটিভ করুন (কোন টাকা কাটবেনা)। তারপর 2MB =2taka প্যাকেজটা একটিভ করে নিন (ডায়াল করুন *111*6*1*2*1*5# ) । তারপর মেয়াদ চেক করে দেখুন এই 2MB এর মেয়াদ ১ মাসের জন্য একটিভ হয়ে গেছে। (ডায়াল *566*10#) . এখন উপরে উল্লেখিত নিয়মে ২ তারিখের মধ্যে message পাঠালে চার তারিখে 3G speed এ যেই 64 MB পাবেন সেটা ১ মাস ব্যাবহার করতে পারবেন। 🙂

Level 0

মেয়াদ যদিও ৫ দিন আপনি সেটাকে ১ মাস করে নিতে পারেন। প্রথমে *500*0# ডায়াল করে PAYG প্যাকেজটা একটিভ করুন (কোন টাকা কাটবেনা)। তারপর 2MB =2.5taka প্যাকেজটা একটিভ করে নিন (ডায়াল করুন *111*6*1*2*1*5# ) । তারপর মেয়াদ চেক করে দেখুন এই 2MB এর মেয়াদ ১ মাসের জন্য একটিভ হয়ে গেছে। (to check ডায়াল *566*10#) . এখন উপরে উল্লেখিত নিয়মে ২ তারিখের মধ্যে message পাঠালে চার তারিখে 3G speed এ যেই 64 MB পাবেন সেটা ১ মাস ব্যাবহার করতে পারবেন। 🙂

2G তে হবে না।

2G তে হবে না।

Level 0

2G হবে। যদি 2G হেভি ইউসেজ প্যাক ইউজার হলে পারবেন না

RA ভাই… ৩G পাব কোথায়

আমার p6 এক্টিভ আছে, সেখানে প্রায় ৭০০ mb আছে। আমি যদি 3g এই অফার নেই তাহলে আমার ৭০০mb এর কি হবে? সেটা ০০ হয়ে যাবে নাকি?

Level 0

ভাইয়ারা এই এমবি কি ২জি এরিয়াতেও কাজ করবে ?

Level 0

হ্য কাজ করবে

3.45 টাকা কখন কাটবে?????
register এর সময়???নাকি যখন 64mb আসবে তখন।।।।??

Level 0

Amar mobile Nokia E71. Amar mobilea youtube and realpleyer app play hoscea na. (Could not play. Problem with networkconnection) please help me.

koi vai mb to ase na………

ঐ মিয়া ধান্দাবাজি করেন ?? কিসের মেগাবাইট ? কই মেগাবাইট -_-

Level 0

আমি 06/04/14 তারিখ 64এমবি পাইছি। আপনি *566*10# ডায়াল করে দেখতে পারেন।

ভাই এখনত ২০১৫ এখন কি হবে?