সম্প্রতি এয়ারটেল টুজির দামে এয়ারটেল থ্রিজি সেবা দিবে বলে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। অন্যান্য অপারেটরের থ্রিজি ট্যারিফ যাচাই করে স্বল্পমূল্যে থ্রিজি সেবা দেয়ার অভিনব পরিকল্পনা করেছে অপারেটরটি।এয়ারটেলের ঘোষণা অনুযায়ী টুজির দামে থ্রিজি, সর্বনিম্ন ১৫ টাকায় ১৫ মেগাবাইট ইন্টারনেট, ১ টাকায় ভিডিও কল এবং ১ জিবি ডাটার সাথে ১ জিবি ডাটা ১২ মাস ফ্রি দিবে।
এয়ারটেল গ্রাহকরা সর্বনিম্ন এক জিবি ডাটা প্যাক ক্রয় করে ১০০ শতাংশ বোনাস উপভোগ করতে পারবেন। নভেম্বর মাসে এই প্যাক গ্রহণকারী গ্রাহকেরা প্রতি ১ জিবি প্যাক ক্রয় করে ১২ মাস ব্যাপী সর্ব মোট ১২ জিবি বোনাস উপভোগ করতে পারবেন।
এয়ারটেলের থ্রিজি প্যাকের আওতায় সর্বনিম্ন ১৫ টাকায় ১৫ মেগাবাইট ইন্টারনেট উপভোগ করা যাবে। এয়ারটেল নেটওয়ার্কের মধ্যে মাত্র প্রতি মিনিট এক টাকায় থ্রিজি ব্যবহার করে ভিডিও কল করা যাবে।
এখন ঢাকা ও চট্টগ্রামের গ্রাহকদের জন্য এয়ারটেল উচ্চগত সম্পন্ন বিশ্বামানের থ্রিজি সেবা প্রদান করা হবে। উচ্চগতি, অভিনব কন্টেন্ট এবং সাশ্রয়ী মূল্য নিয়ে এয়ারটেল বড়ই আশাবাদী। 😉 আমরা ও আশায় আছি দেখি তারা কি করে ! এই মুহূর্তে কেবল একমাত্র এয়ারটেলই টুজির মূল্যে থ্রিজি সেবা দিচ্ছে।
আর একটা গরম খবর হল ঃ এয়ারটেল শিগগিরই স্যামসং ও সিম্পনি সেটের সঙ্গে থ্রিজি ইন্টারনেটের প্যাকেজ বাজারজাত করবে।
দেখ নিন এয়ারটেল থ্রিজি কোন প্যাকেজটি ব্যবহার করবেনঃ Airtel 3G package and plan
আজ এই পর্যন্তই ... পরের টিউন নিয়ে খুব দ্রুতই আসব। সবাই ভাল থাকবেন।
Dhaka university kha unit result 2013 | All Education result
আমি উড়ন্ত পাখি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
2 GB Deye 3G Te Kichue Hobe Na . Amar 2G Te Gp Er 5GB Tao 1 Mash Sesh Houar 5-6 Din Age Sesh Hoye Jai …