সাশ্রয়ী মূল্যে 3G, 4G, ইন্টারনেট প্যকেজ। টেবিল থেকে বেছে নিন আপনার জন্য উপুযুক্ত একটি

আমি বেশ কিছুদিন যাবত লক্ষ্য করছি 3G বিষয়ক টিউন গুলো টিউন পড়ুয়ারা খুব খাচ্ছে। এত খাওয়ার মানেই হচ্ছে, তরুন সমাজে 3G নিয়ে ব্যাপক আগ্রহ, কৌতুহল, অজানা কিছু থেকে যাওয়া।

যারা এই চিন্তা করছেন, 3G চলে এসেছে এখন ধুমায়া হেব্বি স্পীডে ইন্টারনেট ব্রাউজ করবেন আর ডাউনলোড দিবেন। তাদের এত উত্তেজিত হওয়ার কিছু নাই, তাদেরকে আমি বলব, “ ধীরে বৎস ধীরে, তুমি যাহা চিন্তা করিতেছ ইহা তাহা নয়” সস্তায় হাইস্পীড ইন্টারনেট আর বিগ ভলিউম ডেটা আপাতত স্বপ্ন হয়েই বেঁচে থাকুক, হয়ত অপেক্ষা করতে হবে আরোও কয়েকটি বছর। এখন শুধু যাহা আছে, উহা থেকে খারাপের ভালোটি বেছে নিতে হবে।

আসলে আমরা কি চাই?

  • ১. 3G চাই ?
  • ২. 4G চাই ?

না আমরা এগুলোর কিছুই চাইনা। আমরা সোজা মানুষ, আমরা 3G, 4G, EVDO এর প্রযুক্তিগত মার-প্যাঁচ বুঝিনা।

আমরা যা চাই, তা হলঃ

  • ১. সাশ্রয়ী দাম
  • ২. স্থীতিশীল উচ্চ গতি (Stable High Speed)
  • ৩.  বেশি ডেটা
  • ৮. মেয়াদ বেশি

আমাদের দেশে দুই ধরনের ইন্টারনেট প্যাকেজ খুব জনপ্রিয়,

  • ১. সব চেয়ে কম দামে ৩০ দিন মেয়াদ এমন ইন্টারনেট প্যাকেজ।
  • ২. সব চেয়ে কম দামে ৩০ দিনের Unlimited প্যাকেজ।

স্থিতিশীল উচ্চগতির ইন্টারনেট সেবা প্রদানের জন্য আপনি নিতে পারেন 3G, Wimax, এবং CDMA প্রযুক্তির ইন্টারনেট সেবা। CDMA প্রযুক্তির ইন্টারনেট সেবা সিটিসেল আমাদের দেশে অনেক দিন ধরেই দিয়ে আসছে। Banglalion, Qubee, ollo এই তিনটি কোম্পানি আমাদের দেশে Wimax ইন্টারনেট সার্ভিস দিচ্ছে (তাদের দাবি এটা 4G)। Teletalk 3G আমাদের দেশে বেশ কিছুদিন যাবত ধরে 3G সেবা দিয়ে আসছে। সম্প্রতি  আমাদের দেশে জিপি, বাংলালিংক, রবি, এয়ারটেল 3G সেবা প্রদানের জন্য কাজ শুরু করেছে। তবে পর্যায়ক্রমে বিভাগীয় সাতটি শহরে পৌছাতে আগামি বছরের মাঝামাঝি বা তারও বেশি লেগে যেতে পারে। বিভাগীয় সাতটি জেলা বাদ দিয়ে অবশিষ্ট ৫৭ টি জেলায় কবে 3G পৌছাবে সেটা সৃষ্টিকর্তাই ভালো জানেন।

তবে 3G এর আশায় আপনার স্থিতিশীল উচ্চগতির স্বপ্ন হয়ত বৃথা যাবেনা। স্থিতিশীল উচ্চগতির ইন্টারনেটের জন্য 3G এক মাত্র ভরসা, এটি একটি ভ্রান্ত ধারনা, ভুল ধারনা, এবং এই ধারনা নিয়ে থাকাটা বোকামি। আপনার স্থিতিশীল উচ্চগতির স্বপ্ন পুরন হতে পারে Teletalk 3G, Wimax, অথবা Citycell এর CDMA প্রযুক্তির ZOOM Ultra দিয়ে।

উপরের  যে কোন একটি প্রযুক্তি আপনার হাতের নাগালে  পাওয়ার জন্য ভাগ্য খুব বেশি সুপ্রসন্ন হওয়ার প্রয়োজন নাই।

নিচের টেবিলটির তুলনা মূলক উপস্থাপনা থেকে আপনার সাশ্রয়ী প্যাকেজটি বেছে নিতে পারেন। নিচের সকল মূল্য ভ্যাট সহ উল্লেখ করা হয়েছে।

৩০ দিন মেয়াদের কম মূল্যের প্যাকেজ সমূহ (ভ্যাট সহ)

দামমেয়াদস্পীডডেটা ভলিউমমন্তব্য

Telitalk 3G

299

30 days

512 Kbps

1 GB

Very Good

Citycell zoom ultra

316

30 days

300 Kbps

1 GB

Good

Qubee

400

30 days

512 Kbps

1.88 GB

Very Good

Banglalion

400

30 days

1 Mbps

2.5 GB

Best Offer

Robi 3G

403

30 days

512 Kbps

1.5 GB

Very Good

GP 3G

518

30 days

512 Kbps

1 GB

Bad

BL 3G

575

30 days

1 Mbps

1.24 GB

Good

Airtel 3GAirtel 3G সম্পর্কিত কোন নির্ভরযোগ্য তথ্য পাইনিN/A

এ যাবৎ কালের সবচেয়ে সাশ্রয়ী বেশি মেয়াদের প্যাকেজটি অফার করেছে Citycell Zoom Ultra

১২০ দিন মেয়াদ, ৪ জি বি (4GB), 300 Kbps মাত্র ১১৫০ টাকায় (ভ্যাট সহ)।

৩০ দিন মেয়াদের কম মূল্যের Unlimited প্যাকেজ সমূহ (ভ্যাট সহ)

দামমেয়াদস্পীডFare usage policyমন্তব্য
Telitalk 3G120830 days256 Kbps25 GBGood
Citycell zoom ultraN/AN/AN/AN/AN/A
Qubee115030 days256 Kbps25 GBGood
Banglalion109330 days300 KbpsPick hour 39.37mb/30 minutesGood
Robi 3GN/AN/AN/AN/AN/A
GP 3GN/AN/AN/AN/AN/A
BL 3GN/AN/AN/AN/AN/A
Airtel 3GAirtel 3G সম্পর্কিত কোন নির্ভরযোগ্য তথ্য পাইনিN/A

২০০ মেগাবাইট মাত্র ৪৬ টাকায় (ভ্যাট সহ) মেয়াদ ১ দিন, 150 Kbps দিচ্ছে শুধু Citycell

উপরের যে কোন একটি থেকে বেছে নিন আপনার উপযুক্ত প্যাকেজ।

শেষ কথাঃ

অনেকের কম্পিউটার হয়ত বেস স্টেশন টাওয়ার থেকে দূরে বা অবস্থানগত কারনে দুর্বল সিগন্যাল পেয়ে থাকতে পারেন যার দরুন ইন্টারনেট স্পীড কম পেতে পারেন। তাদের জন্য আমার পরামর্শ থাকবে একটি ভালো মানের USB Extension Cable কিনবেন। ভালো মানের USB Extension Cable তিন মিটার , পাঁচ মিটার বা তারও বেশি হয়ে থাকে। ভালো মানের তিন মিটার USB Extension Cable এর দাম ২০০ টাকা থেকে শুরু।

এটির এক প্রান্ত আপনার পিসির একটি USB পোর্টের সাথে জুড়ে দিন অপর প্রান্তে USB Modem সংযুক্ত করুন। এবার মডেমটি ক্যাবল এর দৈর্ঘ্য অনুযায়ী উপরে কোন কিছুর সাথে ঝুলিয়ে দিন।

এই USB Extension Cable একটি Antenna এর কাজ করবে, যেটি আরো ভালো সিগন্যাল রিসিভ করতে সাহায্য করবে।

যারা 3G, Wimax, অথবা Citycell এর Zoom ultra নেটওয়ার্কের বাইরে আছেন ,তাদের জন্যেও এই ক্যাবলটি হয়ত নেটওয়ার্কের সিগন্যাল ধরে স্থিতিশীল ইন্টারনেট এর স্বাদ এনে দেবে। যে সব এলাকায় উপরে বর্নিত ঠিকমত সিগন্যাল পায়না বা বাতাসের মত আসে যায়, তাদের জন্য এই ক্যাবলটি খুব কাজের।

আর যারা শুধু স্মার্টফোনে হাইস্পীড ইন্টারনেট ব্যাবহার করতে চান, তাদের জন্য এখন নির্ভরযোগ্য ভরসা হচ্ছে শুধু Telitalk 3G, এবং  Citycell. অনেকেই হয়ত জানেন না Citycell Android  চালিত স্মার্টফোন নিয়ে এসেছে।

আগামি দু এক দিনের মধ্যেই একটি হট টিউন আসছে, “মাত্র ২০ টাকায় পরীক্ষা করে ভালো ও মান সম্পন্ন ক্যামেরার স্মার্টফোন কিনুন।”

আমার সকল টিউন পড়তে ক্লিক করুন এখানে https://www.techtunes.io/tuner/rasel.mahfuj
আজ এটুকুই, আপনার যে কোন প্রকারের সমালোচনা বা প্রশ্ন কমেন্টে লিখুন, ।

Level 0

আমি মোহাম্মদ মাহ্‌ফুজুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 215 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কি বলবো দুঃখের কথা আমরা এখনো 3G নেট-ই পেলাম না। ভাল মন্দ বুজবো কি করে।

    Level 0

    @শেখ সাজীব: আপনার দুঃখে সমবেদনা জানাচ্ছি, সিটিসেল Zoom Ultra ব্যাবহার করতে পারেন।

      @Rasel: vai BTCL (TNT line) er internet o kintu onk valo. 500tk 5gb 512kbps speed dai. (vat bade) . asara unlimited 512kbps speed 900tk . ai shob gular 30 din meyad. but problem holo agula shob post paid package. 😛

Level 2

সেইরাম লিখছেন ভাই।

Level 0

চমৎকার টিউন করেছেন । কিন্তু 3G নাই ।

    Level 0

    @stay close: ধন্যবাদ, সিটিসেল Zoom Ultra ব্যাবহার করতে পারেন।

    @stay close: er shober 3G thakuk er nai thakuk. ami 3G te purai mojai asi. amr 3g modem die network serch dile robi bade shob gulai 3g show kore. and now gpmms er free net use kortesi 3G die …. 😀

ভাই, আমি কিছুদিন আগে থেকেই লম্বা এবং ভালো কেবল দিয়ে মোদেম ব্যাবহার করি, আগে teletalk এর নেট ঠিক মতো পেতাম না, আর এই কেবল দেয়ার পর থেকে টর্নেডোর মতো স্পীড পাই, 512kbps স্পীড এর প্যাকেজ এ প্রায় 1mbps স্পীড পাই।
ভালো স্পীড পাওার কারনে গতোকাল ১০গিবি নেট নিসি, আর আজ ২.৫ গিবি উধাও!
আসলে আমি 3g এর স্বাদ এই কেবল টার জন্যই পাচ্ছি!! এটা একটা আওসাম টিপস!

    Level 0

    @ছোট ছেলে: Thanks share your experience.

    @Rasel: @ছোট ছেলে: taletalk 3G te jai package e nea hok na keno seta pore dauble hoe jai. ami 512kbps er speed nile amr download speed ashe 125-145kb er moddhe. purai pankha… 😀

      Level 0

      @engineer boy shammu: অনেক ইউজার ভাগ্যক্রমে এই সুবিধা পাচ্ছে। এমন কি Zoom Ultra ব্যাবহারকারীরাও এরকম বেশি স্পীড পাচ্ছে। হওত এটা সঠিক নজরদারির অভাবে বা টেকনিক্যাল পারসন অযোগ্য হওয়ার কারনে।

    Level 0

    @ছোট ছেলে: hahahaaha, thik hai, etaki kono tune holo bolod ekta.

ভাই আপনার মনে একটু ভুল হয়েছে, “”১২০ দিন মেয়াদ, ৪ জি বি (4GB), 300 Kbps মাত্র ১১৫০ টাকায় (ভ্যাট সহ)”” এটাতো Citycell zoom ultra তে আছে ।
আপনি একবার ওদের প্লান দেখুন http://www.citycell.com/index.php/zoom_ultra/plan

Level 0

সুন্দর লিখেছেন ভাই।Broad band cable ইন্টারনেট সম্পর্কে একটা টিউন লিখলে ভাল হয়।অনেকেই এটা সম্পর্কে ভালোভাবে জানে না। ধন্যবাদ

আমার ব্রডব্যান্ড এইগুলার চে অনেক ভালো। ৬০০ টাকা দিয়া আনলিমিটেড চালাই। ব্রাউজিং স্পীড ১এমবিপিএস(৩০ সেকেন্ডর বেশী ডাউনলোড হলে স্পীড ৩৬০ কেবিপিএস হয়ে যায়)। ডাউনলোড স্পীড ৩৬০ কেবিপিএস। নিজস্ব এফটিপি সার্ভার আছে(আনুমানিক ৮ হাজার মুভি আছে)। বিডিআইএক্স কানেকটেড তাই টরেন্টবিডি সহ আর কিছু বাংলাদেশী সাইট এ ৪/৫ এমবিপিএস স্পীড পাই ডাউনলোডের সময়। নিজস্ব গেমিং সার্ভার আছে। যেহেতু ব্রাউজিং স্পীড ১এমবিপিএস ৩০ সেকেন্ড পর্যন্ত তাই ইউটিউব এ ৩৬০পি এর ভিডিও ব্লাফারিং ছাড়াই দেখতে পারি(৩০ সেকেন্ডর বেশী ইস্ত্রিমিং হলে স্পীড ৩৬০ কেবিপিএস হয়ে যায় কিন্তু ততোক্ষণে ভিডিও অনেকটুকু ডাউনলোড হয়ে যায়)। মাসিক ২০০ জিবি এর উপর ডাউনলোড করি। WIFI রাউটার ব্যাবহার করি তাই বাসার সবাই মোবাইল এ ব্যাবহার করতে পারে। একটাই সমস্যা এইটা ব্রডব্যান্ড(তার দিয়া লাইন দেওয়া) তাই ঝড় বৃষ্টিতে লাইন সমস্যা করে মাঝে মাঝে। আমার বাসা টঙ্গি।

    Level 0

    @peacekiller: আপনি ভাগ্যবান, আপনার মত ভাগ্যবান কজন আছে বলুন?

Level 0

সবচেয়ে সাশ্রয়ী প্যাকেজ আমি ব্যবহার করছি। কিউবি ২ বছর কয়েক আগে এক ডিসেম্বরে সম্পূর্ণ মাসজুড়ে শুধুমাত্র স্টুডেন্টদের জন্য এক সাশ্রয়ী ১০ জিবি পোস্টপেইড ইন্টারনেট প্যাকেজ চালু করে। ঐ একমাসে যারা স্টুডেন্ট আইডি কার্ড দেখিয়ে সেই প্যাকেজ নিতে পেরেছিল শুধু তারাই এই বিশেষ প্যাকেজ ভোগ করতে পারছে। শুরুতে ২৫৬কেবিপিএস গতি থাকলেও এই মাস থেকে তা ৫১২ কেবিপিএস করে দিয়েছে। আর প্রতি মাসে ভ্যাটসহ খরচ হয় মাত্র ৬৩০টাকা। আমার মনে হয় এটাই বাজারে সবচেয়ে কম মূল্যে ১০জিবি ৫১২কেবিপিএস ৪জি প্যাকেজ।

    Level 0

    @techgeek: আপনিও ভাগ্যবান।

প্রিয় টিউনার,

আপনার টিউন টি খুবই ভাল হয়েছে। আপনার টিউনটি নন-ফরমেটিং অবস্থায় ছিল যা টিউনের রিডেবিলিটি (Readability) প্রচন্ড রকম কমিয়ে দেয়। টেকটিউনস থেকে তা ফরমেট করে দেওয়া হয়েছে। একটি সুন্দর ফরমেটেড টিউন টিউনের রিডেবেলিটি যেমন বৃদ্ধি করে তেমনি আপনার টিউনের ফলোয়ার ও বৃদ্ধি করে। টেকটিউনস থেকে ফরমেট করে দেওয়া মাধ্যমে নন-ফরমেটেড টিউন প্রকাশ না করে, একটু সময় নিয়ে, সুন্দর ভাবে টিউন ফরমেট করে প্রকাশ করার জন্য উৎসাহ করা হয়েছে যেন আপনি আপনার পরবর্তী সকল টিউন সঠিক ফরমেট করে টিউন প্রকাশ করতে পারেন। ফরমেটিং এর জন্য নিচে বেশ কিছু গাইডলাইন প্রদান করা হল। নিচের গাইড লাইন গুলো সঠিক ভাবে পড়ুন ও চর্চা করুন এবং আপনার পরবর্তী সকল টিউন ওয়েল ফরমেটেড হিসেবে প্রকাশ করুন।

➡ আপনার টিউন আর সুন্দর করে ফরমেট করুন।

বিভিন্ন পয়েন্ট গুলো বুলেট আকারে দিন।
টিউনের প্রধান টপিত গুলো H2 করে দিন।
সাব হেডিং গুলো H3 করুন।
টিউনের কোন অংশে কখনও H1 হেডিং ব্যবহার করবেন না।
নিজের সাইট বা কোন লিংক টিউডারের কাছে আকৃষ্ট করার জন্য কখনও কোন লিংকে হেডিং (h1,h2,h3) বা বড় টেক্সট করে দিবেন না। আপনার সাইটের লিংক দেবার জন্য টিউনের নিচে ব্লককোট করে “সৌজন্যে:” লিখে সাইটের লিংক দিন। এই টিউনটি https://www.techtunes.io/internet/tune-id/188009 লক্ষ করুন টিউডার ও টিউজিটরদের কোন প্রকার অযাচিত আকৃষ্ট না করে টিউনের শেষে; নিচে কীভাবে ব্লককোট করে “সৌজনে:” লিখে লিংক দেয়া হয়েছে। এতে আপনার টিউনের টিউডার ও টিউজিটরা আপনার প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করবে।
টিউনে কখনও বিভিন্ন টেক্সট ভিন্ন ভিন্ন কালার ব্যবহার করবেন না এতে টিউডার টিউনে পড়তে বিরক্তি বোধ করবে।

কীভাবে সুন্দর করে টিউন ফরমেট করবেন তা জানতে টেকটিউনসের টিউন করা শিখে নিন ভিডিও টিউট গুলো https://www.youtube.com/iTechtunes দেখুন।

➡ নিচে কিছু দারুন ও সুন্দর ভাবে ফরমেট করা টিউনের উদহরণ দেয়া হল। লক্ষ করুন

টিউন গুলোতে কিভাবে প্রাসঙ্গিক ছবি => https://www.techtunes.io/freelancing/tune-id/141620
প্রয়োজনীয় স্ক্রিনসটের ব্যবহার => https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/102544
ঠিক ভাবে হেডিং ও সাব হেডিং এর ব্যবহার => https://www.techtunes.io/reports/tune-id/111219
বিভিন্ন পয়েন্ট গুলোকে বুলেট পয়েন্ট করে দেখানো => https://www.techtunes.io/reports/tune-id/111219
টিউনের মাঝে নির্দিষ্ট প্যারা তৈরি করা => https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/129685
টিউনে স্ক্রিনসট সহ টিউটোরিয়ালের বিভিন্ন ধাপ দেখানো => https://www.techtunes.io/featured/tune-id/95448
টিউনে কোড থাকলে তা কোড হাইলাইটারের মাধ্যমে উপস্থাপন => https://www.techtunes.io/web-design/tune-id/77692/

ইত্যাদি করে সুন্দর ভাবে উপস্থাপন করা হয়েছে।

এই টিউনের ফরমেট গুলোকে আদর্শ হিসেবে নিয়ে সবসময় আপনার টিউন গুলোকে সুন্দর ফরমেটে উপস্থাপন করুন। এতে আপনার টিউনের পাঠযোগ্যতা টিউডার ও টিউজিটরের কাছে বহুগুণে বৃদ্ধি পাবে।

➡ আপনার টিউনে যদি প্রোগ্রামিং সংক্রান্ত টিউন হয় ও টিউনে কোডের ব্যবহার থাকে তাহলে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোড যেমন HTML, CSS, JS, PHP ইত্যাদি কোড সুন্দর ও সঠিক ভাবে দেখাতে টেকটিউনসের রয়েছে নিজেস্ব “কোড হাইলাইটার”। টেকটিউনসের “কোড হাইলাইটার” কিভাবে ব্যবহার করতে হয় তা জানতে এই টিউনটি https://www.techtunes.io/web-design/tune-id/77692/ দেখুন।

➡ টিউন করার আগে কিছু সময় নিয়ে পরিকল্পনা করুন।

➡ টিউডার ও টিউজিটররা বিস্তারিত, যত্ন নিয়ে, প্রয়োজনীয় ছবি যোগ করা ও সাবলীল ভাষার টিউনারদের খুবই পছন্দ করে। তাই সময় নিয়ে সুন্দর ভাবে, পরিপাটি করে ভাষা গুছিয়ে, আপনার মেধার পূর্ণ প্রয়োগ করে বিস্তারিত টিউন করুন।

অসম্পূর্ণ, অগোছালো, সুনির্দিষ্ট নয়, নাম মাত্র টিউন বা কোন রকম টিউন – এ ধরনের টিউন না করে সময় নিয়ে, সুন্দর ভাষার সুষ্ঠু প্রয়োগ করে, মেধার পূর্ণ ব্যবহার করে বিস্তারিত ভাবে টিউন করুন।

➡ কিছুদিন পর পর বা বেশ সময় ব্যবধানে টিউন না করে নিয়মিত টিউন করে কমিউনিটিতে আপনার বিশ্বস্থতা ধরে রাখুন। নিয়মিত টিউনারদের টিউডাররা খুব পছন্দ করে ও আস্থা রাখে। টিউন করার জন্য সপ্তাহের দুটি দিন বেছে নিন। এতে আপনার নিয়মিত টিউন করার ধারাবাহিকতা থাকবে।

টেকটিউনস বিজ্ঞান প্রযুক্তি চর্চার এক উন্মুক্ত সৌশাল নেটওয়ার্ক। টেকটিউনসে আপনার বিজ্ঞান ও প্রযুক্তির চিন্তা চেতনা মনন, অভিজ্ঞতার প্রকাশ ঘটান। আপনার বিজ্ঞান ও প্রযুক্তির জানা বিষয় গুলো প্রযুক্তির এই সুবিশাল নেটওয়ার্কে অন্যদের মাঝে ছড়িয়ে দিন। নিজেকে একজন মানসম্মত, দ্ক্ষ, কমিউনিটির অন্যদের সাথে বন্ধু ভাবাপন্ন টিউনার হিসেবে গড়ে তুলুন। হয়ে উঠুন একজন আদর্শ টেকটিউনার।

    Level 0

    @টেকটিউনস: মূল্যবান পরামর্শের জন্য TT কে ধন্যবাদ। অবশ্যই আমি প্রত্যেকটি পরামর্শ মেনে চলার চেষ্টা করব। আশা করি, একটু সময় নিলেও একজন ভালো টিউনার হতে পারবো।

@ Rasel ভাই আপনি একাধিকবার বলেছেন, সিটিসেল Zoom Ultra ব্যাবহার করতে পারেন। আচ্ছা বিভাগ ও জিলা ছাড়িয়ে Zoom Ultra কী থানা পযায়ের নেট ইউজাররা কী এই সেবা গ্রহন করতে পারবে। Usb extention কেবল যে কোন কম্পিউটার সামগ্রির দোকানে গিয়ে বললেই দেবে নাকী এই তারের অন্য কোন নাম আছে। এর একটা জিনিস বুজলাম না মোবাইল থেকে ব্লুটুথ দিয়েও নেট ব্যবহার করে স্পিড এর কোন তারতম্য পাই না। অথাৎ নেট ব্যবহারের ক্ষেত্রে কেবল ও ব্লুটুথ দিয়ে একই রকম স্পিড পাই। Usb extention কেবল তাহলে ব্লুটুথ এর চেয়েও বেশি স্পিড দেয়।

    Level 0

    @মাহমুদ কলি।: http://www.citycell.com/index.php/about/coverage
    bluetooth দিয়ে আমিতো ১২৮ kbps এর বেশি পাইনা।
    আর আপনি ক্যাবলটা ব্যাবহার করবেন যদি দুর্বল নেটওয়ার্কের কারনে আপনি কম স্পীড উপভোগ করেন, ধন্যবাদ আপনাকে।

ভাল লেখা, পরিপূর্ন তর্থ্য, সুন্ধর উপস্থাপন।

আমার ইন্টারনেট নিয়ে কোন ঝামেলা নেই। কম দামে ভাল স্পিডে ব্যাবহার করি। তারপরও প্রতিদিন পত্রিকার বিজ্ঞাপন গুলো খুটিয়ে খুটিয়ে দেখি- “হয়তো একদিন গ্রহনযোগ্য দামে দেশে এসেও ইন্টারনেট ব্যবহার করতে পারব”।

ধন্যবাদ আপনাকে।

    @বাবু: kon internet use koren apni ? Broadband ?

      @Ignoramus Boy: হ্যা, Broadband.
      এটা বাংলাদেশে না। আসলেও এখানেও ইন্টারনেট ব্যবহার বেশ ব্যয়বহুল। ১০ Mbps, সাথে IP TV এবং ল্যান্ড ফোন এর জন্য প্রতি মাসে ৩৬০০ টাকা দিতে হয়। অবশ্য Speed আর service এর কথা বিবেচনা করলে এখানকার আয়-ব্যায় অনুপাতে এটা খুব একটা বেশি না। আর মজার ব্যাপার হলো- এরা সব কিছু ফ্রি করে দেয়। ২ মাস পর থেকে Monthly পে করতে হয়।
      তবে আমি যেটা ব্যহার করি সেটা ADSL mode দিয়ে (MacroLynx Service provider)। Unlimited এবং ২ Mbps Speed. পে করতে হয় তিন মাস পর পর ৫০০০ টাকা (মাসে প্রায় ১৬৫০ টাকা)। অন্যান্য service এর তুলনায় এটা আমার জন্য বেশ ভাল।

    Level 0

    @বাবু<নাকে।@বাবু<্নাকে।অনেক অনেক ধন্যবাদ আপনাকে

    @বাবু: All the info is wrong. Banglalion 1MBPS line 400tk. How possible. Does he have any reference from Banglalion? Do not pay any heed to this writer.

আমি এত কিছু নিয়া মাথা ঘামাইনা।
বাসায় ব্রডব্যান্ড ব্যবহার করি।৭০০টাকা দেই।স্পিড পাই ৮০০-১০২৪ কেবিপিএস।এফটিপি সার্ভার আছে।
মোবাইলে (এয়ারটেল) ১৯৯টাকার প্যাকেজ ব্যবহার করি।যেখানে ১৪৪এমবি নেট পাওয়া যায়।

    Level 0

    @মুকুট: আপনিতো ফাটাফাটি ইন্টারনেট use করেন। আমার এলাকায় (মিরপুর-১) ৭৫০ টাকায় ৫১২ kbps.

      @Rasel: আরেকটা আছে।সেটা তো বলিনাই।আমার ছোটভাই বাংলা বিলাই ব্যবহার করে।১৪০০ টাকা ২৫ জিবি। :))

হুম……..বিস্তর গবেষনা করেছেন টিউনটি দেখেই বুঝা যায় টেলিটক নিয়ে আরেকটু গবেষনা করুন আশা করি মজার একটি সমাধান পাবেন! সমাধানটি কি…..??? আমি ভ্যাট সহ ৭০০ টাকায় 3G ৫১২ কেবিপিএস, ২৫জিবি (যাকে আমরা বাংঙালীরা আনলিমিটেড বলে থাকি) ইন্টারনেট ব্যাবহার করি with Teletolk এবং অবশ্যই বাইপাস করে……! কি করব দেশের সাথে দূর্নীতি করতে খারাপ লাগে কিন্তু কিছুই করার নেই বাংলাদেশের জন্য প্রায় ৪০০০০ ব্যান্ডউইথ বরাদ্ধ করা আছে কিন্তু সারা দেশে সর্বসাকুল্যে মাত্র ৯০০০ ব্যান্ডউইথ ব্যবহৃত হয় বাকি ব্যান্ডউইথ বিটিআরসি নামক গাধা প্রতিষ্ঠানের কর্মরত বলদ গরুগুলোর অবহেলায় নষ্ট হয় অথচ আমরা বিদ্যু্ৎ ও পানির মতো ইন্টারনেট নিয়েও হাহাকার করি কি দূর্ভাগ্য আমাদের পর্যাপ্ত সম্পদ থাকা সত্যেও আমরা তার সুষ্ঠ ব্যবহার করতে পারি না । ধন্যবাদ

    Level 0

    @সোহানা চৌধুরী ইলমা: আপনি টেলিটক ব্যাবহার করেন এ জন্য আপনাকে ধন্যবাদ। আর নিজের ঘরের জিনিস চুরি করে খেলে এটাকে চুরি বলা যায়না। তবে আশা করব সামর্থ থাকলে বাইপাস না করাটাই ভালো, নিজের আত্ত্বার কাছে বড় থাকা যায়।

      Level 0

      @Rasel: বাইপাস টা কি? আপনি যদি টেলিটকের এই বাইপাস পদ্ধতিটি জানান তাহলে অনেক উপকার হত।

    Level 0

    @সোহানা চৌধুরী ইলমা: আপনার মন্তব্যের উপর আমি একমত।
    তবে আপনি বলেছেন আপনি ২৫ জিবি ব্যবহার করছেন ৭০০ টাকায় ভ্যাট সহ । তাও আবার টেলিটকে। আপনি যদি সত্যি সত্যি ব্যবহার করে থাকেন আমাদের টেকটিউনস পরিবারের জন্য আপনার এই পদ্ধতিটি বর্ননা করলে অনেক উপকার হবে। আশা করি আপনি নিরাশ করবেন না। আমরা প্রায় সবাই মধ্যবিত্ত পরিবার থেকেই টেকটিউনসে এসেছি। আপনি যদি আপনার এই অসামান্য পদ্ধতিটি আমাদের মাঝে শেয়ার করেন তাহলে আমরা আপনার কাছে চির কৃতজ্ঞ থাকব।
    ভাল থাকবেন।

    Level 2

    @সোহানা চৌধুরী ইলমা:
    একটু বিস্তারিত বললে উপকৃত হতাম। প্লিজ একটু বলুন না।

      Level 0

      @naz_jal73: আপনারা যদি Response না করেন তাহলে আমাদের কমেন্টের দাম-ই থাকল না। please কমেন্টের উত্তর দিন।

GrameenPhone এর যাদুঃ
GP ভ্যাটসহ ৪৬০ টাকায় ২জিবি ডেটা দিচ্ছে। এবং এটা প্রোমশনের জন্য টেলিভিশন পত্রিকায় হরদমে যাদুর বিজ্ঞাপন দিচ্ছে, যাদু বলছি এজন্যেই যে, এর মধ্যে ভেলকিবাজি আছে, অর্থাৎ যে ব্যাপারটা আমাদের চোখ এড়িয়ে যাচ্ছে। ৪৬০ টাকায় ২ জিবি মেয়াদ মাত্র ১৫ দিন। এই ১৫ দিন মেয়াদের ব্যাপারটা GP বিজ্ঞাপনে আনেনি, ফলে অনেকেই অসতর্কভাবে ৩০ দিন মেয়াদ ভেবে এই প্যাকেজ নিচ্ছে, অথচ এই প্যাকেজটি ৩০ দিন ব্যাবহার করতে হলে ভ্যাট সহ ৯৬০ টাকা খরচ করতে হবে, ডেটা পাবে চার জিবি।—-This is a wrong information. Validity is 30 days. This is the best 3G package among the 3G service provider. 2GB in 460tk with 30 days validy. For detail please browse:http://www.grameenphone.com/products-and-services/gp-3g/3g-packages

Level 0

কিছুটা মিস ইনফরমেশন ছিল, কারেকশন করা হয়েছে।

@সোহানা চৌধুরী ইলমা:

সে মিথ্যা বলেছে। তাই পরে আর কোন কমেন্ট দেননি।

Level 0

Rasel vai valo tune.. Bangladesh er sobai net pack er detail ekebare jene jabe .. Nd tader Janna best knta tao ekebare e bujhe jabe…..

bt don’t mind amr ekta jinish vebe kharap laglo j Bangladesh a net pack er dam ta ektu besi e..
for example ami reliance 3g use kri jekhane speed dey 3mbps nd download speed mobile a 150-200kbps nd pc te 450-500kbps.. nd monthly 1 Gb er Janna kharach hy only 123 taka…