আমি বেশ কিছুদিন যাবত লক্ষ্য করছি 3G বিষয়ক টিউন গুলো টিউন পড়ুয়ারা খুব খাচ্ছে। এত খাওয়ার মানেই হচ্ছে, তরুন সমাজে 3G নিয়ে ব্যাপক আগ্রহ, কৌতুহল, অজানা কিছু থেকে যাওয়া।
যারা এই চিন্তা করছেন, 3G চলে এসেছে এখন ধুমায়া হেব্বি স্পীডে ইন্টারনেট ব্রাউজ করবেন আর ডাউনলোড দিবেন। তাদের এত উত্তেজিত হওয়ার কিছু নাই, তাদেরকে আমি বলব, “ ধীরে বৎস ধীরে, তুমি যাহা চিন্তা করিতেছ ইহা তাহা নয়” সস্তায় হাইস্পীড ইন্টারনেট আর বিগ ভলিউম ডেটা আপাতত স্বপ্ন হয়েই বেঁচে থাকুক, হয়ত অপেক্ষা করতে হবে আরোও কয়েকটি বছর। এখন শুধু যাহা আছে, উহা থেকে খারাপের ভালোটি বেছে নিতে হবে।
না আমরা এগুলোর কিছুই চাইনা। আমরা সোজা মানুষ, আমরা 3G, 4G, EVDO এর প্রযুক্তিগত মার-প্যাঁচ বুঝিনা।
স্থিতিশীল উচ্চগতির ইন্টারনেট সেবা প্রদানের জন্য আপনি নিতে পারেন 3G, Wimax, এবং CDMA প্রযুক্তির ইন্টারনেট সেবা। CDMA প্রযুক্তির ইন্টারনেট সেবা সিটিসেল আমাদের দেশে অনেক দিন ধরেই দিয়ে আসছে। Banglalion, Qubee, ollo এই তিনটি কোম্পানি আমাদের দেশে Wimax ইন্টারনেট সার্ভিস দিচ্ছে (তাদের দাবি এটা 4G)। Teletalk 3G আমাদের দেশে বেশ কিছুদিন যাবত ধরে 3G সেবা দিয়ে আসছে। সম্প্রতি আমাদের দেশে জিপি, বাংলালিংক, রবি, এয়ারটেল 3G সেবা প্রদানের জন্য কাজ শুরু করেছে। তবে পর্যায়ক্রমে বিভাগীয় সাতটি শহরে পৌছাতে আগামি বছরের মাঝামাঝি বা তারও বেশি লেগে যেতে পারে। বিভাগীয় সাতটি জেলা বাদ দিয়ে অবশিষ্ট ৫৭ টি জেলায় কবে 3G পৌছাবে সেটা সৃষ্টিকর্তাই ভালো জানেন।
তবে 3G এর আশায় আপনার স্থিতিশীল উচ্চগতির স্বপ্ন হয়ত বৃথা যাবেনা। স্থিতিশীল উচ্চগতির ইন্টারনেটের জন্য 3G এক মাত্র ভরসা, এটি একটি ভ্রান্ত ধারনা, ভুল ধারনা, এবং এই ধারনা নিয়ে থাকাটা বোকামি। আপনার স্থিতিশীল উচ্চগতির স্বপ্ন পুরন হতে পারে Teletalk 3G, Wimax, অথবা Citycell এর CDMA প্রযুক্তির ZOOM Ultra দিয়ে।
উপরের যে কোন একটি প্রযুক্তি আপনার হাতের নাগালে পাওয়ার জন্য ভাগ্য খুব বেশি সুপ্রসন্ন হওয়ার প্রয়োজন নাই।
৩০ দিন মেয়াদের কম মূল্যের প্যাকেজ সমূহ (ভ্যাট সহ) | |||||
দাম | মেয়াদ | স্পীড | ডেটা ভলিউম | মন্তব্য | |
Telitalk 3G | 299 | 30 days | 512 Kbps | 1 GB | Very Good |
Citycell zoom ultra | 316 | 30 days | 300 Kbps | 1 GB | Good |
Qubee | 400 | 30 days | 512 Kbps | 1.88 GB | Very Good |
Banglalion | 400 | 30 days | 1 Mbps | 2.5 GB | Best Offer |
Robi 3G | 403 | 30 days | 512 Kbps | 1.5 GB | Very Good |
GP 3G | 518 | 30 days | 512 Kbps | 1 GB | Bad |
BL 3G | 575 | 30 days | 1 Mbps | 1.24 GB | Good |
Airtel 3G | Airtel 3G সম্পর্কিত কোন নির্ভরযোগ্য তথ্য পাইনি | N/A |
৩০ দিন মেয়াদের কম মূল্যের Unlimited প্যাকেজ সমূহ (ভ্যাট সহ) | |||||
দাম | মেয়াদ | স্পীড | Fare usage policy | মন্তব্য | |
Telitalk 3G | 1208 | 30 days | 256 Kbps | 25 GB | Good |
Citycell zoom ultra | N/A | N/A | N/A | N/A | N/A |
Qubee | 1150 | 30 days | 256 Kbps | 25 GB | Good |
Banglalion | 1093 | 30 days | 300 Kbps | Pick hour 39.37mb/30 minutes | Good |
Robi 3G | N/A | N/A | N/A | N/A | N/A |
GP 3G | N/A | N/A | N/A | N/A | N/A |
BL 3G | N/A | N/A | N/A | N/A | N/A |
Airtel 3G | Airtel 3G সম্পর্কিত কোন নির্ভরযোগ্য তথ্য পাইনি | N/A |
উপরের যে কোন একটি থেকে বেছে নিন আপনার উপযুক্ত প্যাকেজ।
অনেকের কম্পিউটার হয়ত বেস স্টেশন টাওয়ার থেকে দূরে বা অবস্থানগত কারনে দুর্বল সিগন্যাল পেয়ে থাকতে পারেন যার দরুন ইন্টারনেট স্পীড কম পেতে পারেন। তাদের জন্য আমার পরামর্শ থাকবে একটি ভালো মানের USB Extension Cable কিনবেন। ভালো মানের USB Extension Cable তিন মিটার , পাঁচ মিটার বা তারও বেশি হয়ে থাকে। ভালো মানের তিন মিটার USB Extension Cable এর দাম ২০০ টাকা থেকে শুরু।
এটির এক প্রান্ত আপনার পিসির একটি USB পোর্টের সাথে জুড়ে দিন অপর প্রান্তে USB Modem সংযুক্ত করুন। এবার মডেমটি ক্যাবল এর দৈর্ঘ্য অনুযায়ী উপরে কোন কিছুর সাথে ঝুলিয়ে দিন।
এই USB Extension Cable একটি Antenna এর কাজ করবে, যেটি আরো ভালো সিগন্যাল রিসিভ করতে সাহায্য করবে।
যারা 3G, Wimax, অথবা Citycell এর Zoom ultra নেটওয়ার্কের বাইরে আছেন ,তাদের জন্যেও এই ক্যাবলটি হয়ত নেটওয়ার্কের সিগন্যাল ধরে স্থিতিশীল ইন্টারনেট এর স্বাদ এনে দেবে। যে সব এলাকায় উপরে বর্নিত ঠিকমত সিগন্যাল পায়না বা বাতাসের মত আসে যায়, তাদের জন্য এই ক্যাবলটি খুব কাজের।
আর যারা শুধু স্মার্টফোনে হাইস্পীড ইন্টারনেট ব্যাবহার করতে চান, তাদের জন্য এখন নির্ভরযোগ্য ভরসা হচ্ছে শুধু Telitalk 3G, এবং Citycell. অনেকেই হয়ত জানেন না Citycell Android চালিত স্মার্টফোন নিয়ে এসেছে।
আগামি দু এক দিনের মধ্যেই একটি হট টিউন আসছে, “মাত্র ২০ টাকায় পরীক্ষা করে ভালো ও মান সম্পন্ন ক্যামেরার স্মার্টফোন কিনুন।”
আমার সকল টিউন পড়তে ক্লিক করুন এখানে https://www.techtunes.io/tuner/rasel.mahfuj
আজ এটুকুই, আপনার যে কোন প্রকারের সমালোচনা বা প্রশ্ন কমেন্টে লিখুন, ।
আমি মোহাম্মদ মাহ্ফুজুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 215 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কি বলবো দুঃখের কথা আমরা এখনো 3G নেট-ই পেলাম না। ভাল মন্দ বুজবো কি করে।