Unlimited Internet এরও Limit আছে

আসসালামু আলাইকুম। এটা আমার প্রথম টিউন, তাই ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। টিউনটি আমার নিজের Experience হলেও অনেক কেই একটা ধোকার হাত থেকে রক্ষা করবে আসা করি।

আমি প্রায় বছর খানেক Broad Band Use করেছি। Sorry! Broad Band বললে ভুল হবে। বলা উচিত Narrow Band। 128 kbps এর লাইনের জন্য মাসে ৮০০ টাকা দিতাম। আমি এমন এক যায় গায় থাকি যেখানে Internet Provider মাত্র একজন। আর গ্রাহক? শুনলে হাসবেন তার পরও বলি, মাত্র দুই জন।

মাস খানেক আগে সিদ্ধান্ত নিলাম Teletalk 3G এর 256 kbps এর Unlimited Package টা নিব। Mobile Unlimited Service এ Fair Use Policy নামে একটা জিনিস থাকে। কিছু Friend BanglaLion WiMax ও Qubee Use করে। ওদের কাছে জানতে পারলাম যে নির্দিষ্ট পরিমান ব্যবহার করার পর Speed কমে যায়। বলে রাখা ভালো যে আমার এই এলাকায় BanglaLion WiMax বা Qubee এর Network পায় না তাই Teletalk নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তাই Teletalk এর Customer Care এ খোঁজ নিয়ে জানতে পারলাম 256 kbps এর Package এ 25 GB এর পর Speed কমে যাবে।

তিন মাস আগে Narrow Band এর Line ছেড়ে দিয়ে Teletalk 3G নিয়ে নিলাম। Broad Band ছাড়ার সময় Provider বলল Net এর Business টা উনার Loss Project তাই উনি এই Business গুটিয়ে ফেলতে চায়। আমি ছাড়ার পর আরো একজন গ্রাহক থাকবে সে ছেড়ে দিলেই Business বন্ধ করে দিবে। উনি আমাকে সতর্ক করে দিলেন Net ছেড়ে দেওয়ার পর আর Line দেওয়া হবে না।

গত তিন মাস যাবত প্রতিমাসই 256 kbps এর Unlimited Package টি Use করেছি। Speed দেখে তো মাথা নষ্ট। যেখানে আমার Narrow Band 10-15 kBps Download Speed পেতাম সেখানে এখন প্রায় 40-50 kBps পাই। মাসের প্রথম দিকে এই Speed পেতাম এবং 25 GB শেষ হওয়ার পর তুলনা মুলক ভাবে কম Speed পেতাম। তাতেও আমার কোন সমস্যা ছিল না কারন আমি 10-15 kBps Download Speed এ অভ্যস্ত।

কিন্তু গত মাসে ঘটল হতাশা জনক ঘটনা। Package Active করার ৯ দিন এর মাথায় Package বন্ধ হয়ে গেলো। Customer Care এ গেলাম। তারা বলল 25 GB শেষ। বুজতে পারলাম এই মাসের শুরুতেই অনেক বেশি Use করে ফেলেছি। 25 GB শেষ, এখন তো Speed কমে যাওয়ার কথা। তা না। সে বলল 25 GB শেষ আপনার Package ও শেষ। এখন নাকি আবার Package Active করতে হবে। আমি জিজ্ঞাসা করলাম 25 GB এর পর Net off হয়ে গেলে সেটা Unlimited কি করে হল? তার উত্তরটা বিল্ডিং ঝাকির উক্তির মতই এ বছরের সেরা একটি উক্তি আমার কাছে। তিনি বললেন "Unlimited এরও একটা Limit আছে।" তখন অনেক রাগ উঠলেও কিছু করার ছিল না। ভদ্র ভাবে বললাম, "25 GB যখন Limit তাহলে 1 GB, 2 GB, 4 GB Package গুলোর মত এই Package এর ক্ষেত্রেও 25 GB এর Package লিখুন। শুধু শুধু Unlimited লিখে মানুষকে ধোঁকা দেওয়ার মানে কি?"

Narrow Band এর সেই শেষ গ্রাহক টি এখনও আছে। সেও Teletalk নিতে চেয়েছিল, আমার কাহিনী শুনে আর Customer Care এ Directly যোগাযোগ করে তার সেই ইচ্ছা শেষ হয়ে গেছে। তার কথা থেকে যা বুঝতে পারলাম তা হল Narrow Band এ Speed কম হলেও পুরো মাস থাকে, মাসের মাঝখানে বন্ধ তো হয়ে যায় না। Unlimited, Unlimited ই। Fair Use Policy তে Speed Drop থাকতে পারে কিন্তু Use Limit থাকলে ওটা Limited Service হয়ে যায়, Unlimited না।

আমি C.S.E. Student, Internet আমার জন্য অত্যন্ত জরুরি একটি জিনিস। Internet ছাড়া থাকা মানে দুনিয়ার বাইরে থাকা। গত ২১ দিন যাবত আমি দুনিয়ার বাইরে ছিলাম। সেই Narrow Band এ আর ফেরার উপায় নেই। প্রতি মাসের ১০ তারিখে আমি Package Active করি। আজকে ১০ তারিখ, কিছু করার নেই তাই আজকেও Active করলাম সেই 256 kbps এর 25 GB Limit এর Unlimited Package।

Level 0

আমি Adhar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Provider ১ জন আর গ্রাহক ২ জন। মজা পাইলাম

Level 0

ভাই । আমি Teletalk 3G এর Unlimited palage use kori . its Really Unlimited you need 750 taka per month for Unlimited net .. folllow the steps

1) recharge 750 taka 2) go to massage option Write D12 and send it 111

Enjoy ami last 2 month use korci. speed 40-60 kb

    Level 0

    @shamax: ধন্যবাদ। এই প্যাকেজটা Teletalk এর Website or ওদের লিফলেট এ নেই তাই এতোদিন যানতাম না। এই মাসে তো Package Active করে ফেলেছি সামনের মাসে নিব ইন শা আল্লাহ।

    Level 0

    @shamax: asolei ki Teletalk 3g er D12 nam a kono unlimited package ache?karon eder package list a ei nam a kono package nai.

    Level 0

    @shamax: package er jonno ki vat soho total 750 taka lagbe?

    Level New

    @shamax: @Shihab Khan: vi taletalk ar D12 nen 128 bollay 512+ paben r kuno limite ni ami 55 gb use kocelum akmasy . dum 748 tk with vat

apnar alakay ki grameenphone support kore jodi kore tahole ami apnake free interner er tricks dibo

ki ba korar ase…………?

Level 2

gp er free net use koren.

gp r free net trics ta kub dorkar , janala kusi hobo
mail : [email protected] or msg pls
fb : facebook.com/tomal123

মাত্র ৪০~৫০ পেয়ে এতো খুশি!!! আমি তো Banglalion 2mbps চালাই, পুরাই আনলিমিটেড। আমি স্যাটিস্ফাইড। সবসময় স্পিড 250KBPS+ পাই। আপনি প্যাকেজটা নিতে পারেন। নামঃ Expedition King

মাসে 250+ GB নামাই, একটুও স্লো হয় না। FUP টা শুধু কাগজে কলমে, বাস্তবে না। 🙂

    Level 0

    @BotMaster H. WK: ভাই আমি আগেই উল্যেখ করেছি আমার এলাকায় Banglalion WiMax or Qubee or Ollo কোন 4G Network নেই। তবুও পরামর্শের জন্য ধন্যবাদ।

      Level 0

      @Adhar: আর ভাই আমার এলাকায় থাকলে বুঝতেন 40-50 kBps কি জিনিস? পুরাই ক্ষেত এলাকা ভাই।

Level 0

Robi use koren unlimited on Udoy postpaid. I never get any speed problem. If you face any kind of speed problem just call helpline (123), its free and they will fix the problem.

Level 0

bangladesh er moddhe Robi akmatro full unlimited dey and no speed drop . Khoroch o kom. amader akane robi Er net sob theke besi bebohar hoy nd fast .

Level 0

gp te free net Use korte chaile proxifire soft and reconect soft lagbe gpmms dia resume sopport full unlimited.01738772020

vai gp mms dia mobile a net use korci.kintu pc te kivabe use korbo?proxifire are reconnect software 2 tai ase.ami try korci kintu hoscce na.plz akto details bolben…..amar email:[email protected]
Fb :www.facebook.com/sm.shaonmahmud
Plz vaia ra akto help koren

Level 0

ভাই আমিও এই ফাঁদের শিকার।৫১২ কেবি আনলিমিটেড নিসিলাম নেয়ার পরে জানতে পারলাম ৩০ জিবি পর্যন্তই লিমিটেড শুধু শুধু প্রতারিত হলাম।

ভাই ৩ জি মানে কি আর ২ জি মানে কি আপনি লিখলেন ৩ জি ব্যবাহরে ৪০/৬০ পান তা তো ২ জি দেবার কথা ২ জি স্পীড ১২৮ হাই। এবং ৩ জি ৩মেগা ৪ গো পার সেকেন্ট আমি মনে করি ২ জি থাক । স্পীড বাড়ালে আমরা খুশি এখন পাই ২০ যদি আর একটু বাড়ায় যেমন ৫০ কেবি ২ জি । তাহলে মন্দ কি?
৩ জি নামে আসলে কামের না। তবে সাম টাইম video calling line জন্য নিতেই হবে ৩ জি।
সময় পেলে ঘুরের আসবেন আমার সাইট থেকে http://www.tareqbai.tk

এডি কি কন ভাই!!!! গত ৪ মাস ধরে আনলিমিতেড চালাচ্ছি ২৫০ কেপিবিএস । আমি স্পীড পাই সবসময় ৪০০+ কেপিবিএস ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার এও ৭০ কেপিবিএস পাই । এই নিয়া তো মনে হয় চার মাসের প্রতি মাসেই ৫০ গিগার উপর নামাইছি । স্পীড একটুও কমে নাই!!!!!!!!!!!!!!!!!!!! আপনারটা ৩ জি না ২ জি ভাল করে দেখেন । কারণ জীবনেও ২০০ কেপিবিএস এর নিচে স্পীড পাই নাই । আমার এই টিউনটা দেখতে পারেন https://www.techtunes.io/3g/tune-id/203778

    Level 0

    @সাদমান: ভাই আপনি মনে হয় আমার টিউনের মুল উদ্যেশ্য বুঝতে পারেননি। আমার Speed নিয়ে কোন সমস্যা নেই। যে 10-15 kBps Download Speed এ অব্যস্ত তার কাছে 40-50 kBps মানে অনেক বেশি তার উপর আপনারা যে Speed এর কথা বলছেন সেটা পেলে তো কোন কথাই নাই। কিন্তু Speed বেশি হলে Download ও বেশি। এই 40-50 kBps এই আমি ৯ দিনে 25 GB শেষ করে ফেলেছি সেই যায় গায় যদি 250 kBps পাই তাহলে তো মনে হয় ৪-৫ দিনেই শেষ হয়ে যাবে তারপর সারা মাস নেট ছাড়া থাকতে হবে। কারন একি মাসে দু’বার রিচার্জ করা আমার পক্ষে সম্ভব না। আমার মুল সম্যসা হল Limit নিয়ে, Unlimited এ তো কোন Uses Limit থাকার কথা না। উপরের কমেন্টে এক ভাইয়ের কাছে D12 Package এর কথা জানতে পারলাম যেটায় কিনা কোন Limit নেই, আসলেই Unlimited। Next Month D12 Package টা চালাবো ইন শা আল্লাহ। তখন Speed কি করে আরো বেশি পাওয়া যায় সেটা চিন্তা করব। আর আপনার টিউনটার জন্য ধন্যবাদ। টিউন টিতে একটা সাহায্য চেয়েছি, সময় পেলে একটু সাহায্য করবেন।

সবার উদ্দেশ্যে বলছি। আমি গত ৪ মাস যাবত জিপির ফ্রি ইন্টারনেট ইউস করছি। মাসে ১৫/২০ জিবি ডাউনলোড করি। আমার এখানে স্পিড থাকে ২৭/৩৫KB. কেউ বিশ্বাস না করলে কিছু করার নাই। মাঝে মাঝে ভাবি আমি কি দেশের ক্ষতি করছি? কিন্তু এইসব রক্তচোষা কোম্পানির নেট প্যাকেজ দেখলে আর নিজেকে একটুও অপরাধী মনে হয় না। আর জিপি এর ফ্রি নেট ইউজ করাটা পানির মত সহজ। আগের গুলো এত সহজ ছিল না। আর একটা মজার কথা,, আমি দুষ্টুমি করে জিপির ১২১-এ কল করে ফ্রি নেট ইউজ করার ব্যপারে বললে তারা বলে এরকম কোন তথ্য তাদের কাছে নেই। শুনে খুব মজা পাইলাম।

    @আবির আহমেদ: ভাই আপনার মত আমিও গত ৪ মাস আনলিমিটেড বাশ দিতাছি ২৭-৩৫KB ডাউনলোড স্পীড ।আশা করি কমপক্ষে ৫ বছর দিতে পারব।তাই দয়া করে কেও এগুলো শেয়ার করবেন না আপনার ফেসবুক আইডি দেন ফ্রেন্ড রেকুএস্ত পাঠাইতাছি 🙂

Level 0

ki lekhbo bujte partesina. onk din free gp free use krsilam.but speed ta valo lagena dekhe 3G te switch krlam.nd really I m happy with 128kbps…..with 30GB limitation. vai broadband chara kno kisuI unlimited na.qubee binglalion sob kichitei ak.gp teo unlimited er limitation ache.ami personally 30 gb month enough mne kri vai…..250+gb jini naman unar kase akta qs…….vai apni ato data koi rakhen….???? :p……amar e to already 2 ta external HDD hye gese…….

sob baad den gp te free chalan 33 takay 15mb package real unlimited…. 30-35kbps speed.. mojai alalda