ফেসবুক গ্রুপের বদৌলতে একটি সংবাদ জানলাম “দেশের ৭ম মোবাইল ফোন অপারেটর হিসেবে যাত্রা শুরু করছে ভোডাফোন পহেলা সেপ্টেম্বর”।
আমার কাছে এটি নতুন সংবাদ,তাই আগ্রহ নিয়ে পড়লাম এবং সাথে কমেন্টগুলোও পড়লাম। কমেন্ট পড়ে দেখলাম বেশির ভাগই এটিকে ফেক নিউজ বলছে। আমার কাছেও সংবাদটা তেমন বিশ্বাস হলনা।
সংবাদের সত্যতা যাচাই করতে গিয়ে অন্য গ্রুপে দুটি লিঙ্ক পেলাম।
http://mobiforge.com/analysts/blog/vodafone-plans-bangladesh?dm_switcher=true
http://tech.zoombangla.com/?p=4875
তাও আমার সংশয় কাটলনা।লিঙ্ক দুটির উপর যথেষ্ট পরিমাণ আস্থা রাখতে পারছিলাম না। তাই নিজে একটু গবেষণা শুরু করলাম। দেখা যাক গবেষণা থেকে কি পাওয়া যায়।
গবেষণার শুরুতেই গেলাম গুগল গুরুর কাছে।
জানলাম ভোডাফোন এর মেইন সাইট http://www.vodafone.com।
এখান থেকে জানলাম তারা অনেক দেশেই আছে(২১টি দেশে) ।
এবার গেলাম ভোডাফোনের ২১টি দেশের সাইটে। দেখলাম সবগুলো সাইট সে দেশের নিজস্ব ডোমেইনে নেওয়া। যেমনঃ
India: https://www.vodafone.in
Australia: http://www.vodafone.com.au
Malta: https://www.vodafone.com.mt/
England: http://www.vodafone.co.uk/
এভাবে সবগুলো।
এই হিসেবে ভোডাফোন যদি বাংলাদেশে আসে তাহলে তাদের ওয়েবসাইট হবে http://www.vodafone.com.bd
এবার দেখা যাক http://www.vodafone.com.bd ডোমেইনের কি খবর।
একি!!! এটা তো আগেই রেজিস্টার হইয়া গেসে। রেজিস্টার করলো কে? NetNames!!! NetNames এর কি দরকার পড়ল এই ডোমেইনের??? NetNames সম্পর্কে জানুনঃ http://www.netnames.com/
বিশাল ঝামেলা, এবার গেলাম ডোমেইন গুরু http://www.godaddy.com এর কাছে।
godaddy থেকে যে তথ্য পাওয়া গেল, তা হলঃ
Domain name: vodafone.com
Technical contact:
HostMaster, NetNames (NH197204)
NetNames Ltd
3rd Floor Prospero House, 241 Borough High Street
London, London, SE1 1GA
GB
[email protected]
+44.2070159370 Fax: +44.2070159375
কি বুজলেন???
http://www.vodafone.com.bd এই ডোমেইন ভোডাফোনই নিয়ে নিছে।
এ থেকে অবশ্য প্রমাণ হয়না যে ভোডাফোন পহেলা সেপ্টেম্বর বাংলাদেশে আসছে। তবে এটুকু বোঝা যায় তাদের বাংলাদেশে আসার পরিকল্পনা আছে। এখন দেখার বিষয় তারা কত তাড়াতাড়ি বা কত দেরি করে আসে। কিংবা আদৌ আসে কি না!!!!!
**অনেকদিন পর টিউন করলাম।কোন ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আমি Rubel Rana। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অনেক কষ্ট করছেন । তবে আমার জানা মতে vodafone সিটিসেল এর শেয়ার কিনবে।