থ্রি জি নিলামের সময় পেছানো হবে না

থ্রি জি নিলামের সময় পেছানো হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

 বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এর আগে সকালে অর্থ মন্ত্রণালয়ে এ সংক্রান্ত এক বৈঠক অনুষ্ঠিত হয়। অর্থমন্ত্রী বলেন, ‘গ্রামীণ ফোন বলেছিল যে, গ্রামীণ ব্যাংক বিষয়ে গঠিত কমিশনের রিপোর্টের সুরাহা না হওয়া পর্যন্ত তারা থ্রি জি নিলামে অংশ নেবে না। কিন্তু আমরা তাদের এ প্রস্তাব গ্রহণ করবো না। কারণ সরকারকে তারা (গ্রামীণ ফোন) এটা বলতে পারে না। কমিশন সরকারের কোনো অংশ নয়।’ তিনি বলেন, ‘থ্রি জির নিলাম সময়মতো অনুষ্ঠিত হবে। তবে বিটিআরসি শিডিউল কিছুটা পরিবর্তন করবে।’

 অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘এছাড়া টু জি’র ক্ষেত্রে একমাত্র রবি ছাড়া সবারই আগাম ভ্যাট দেওয়া আছে। যাদের আগাম ভ্যাট দেওয়া আছে সেগুলো সবই সমন্বয় করা হবে।’ আগামী ১ সেপ্টেম্বর থেকে থ্রি জির নিলাম অনুষ্ঠানের কথা রয়েছে। থ্রি জি নিলাম অনুষ্ঠানের সময় পেছানোর জন্য গ্রামীণফোনের বিদেশি অংশীদার ‘টেলিনর’ সময় বাড়ানোর জন্য সরকারের কাছে আবেদন করেছিল।

Level 0

আমি Hasan Rizvi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আশা করি তাড়াতাড়ি আমরা এ সুবিধা পাব

জুন,জুলাই, আগস্ট থেকে সেপ্টেম্ববে গেল তার পরেও কুত্তার বাচ্চা কয় দেরি করবো না। মাল-মুহিত= কুত্তার বাচ্চা

Grameenphone শালারাই খালি প্যাছ খেলে …. এই শালাগো জন্যই আমরা এ সুবিধা তাড়াতাড়ি পাই না।

harmir bacca kuttago a desh thek juta dia pitea tarano ucit.

Level 0

asha kore khube taratare amra 3g sobedha pabo