1st August এ 3G নিলাম হবে

আশা করি সবাই ভাল।এই খবরটি শোণার পরে খুব খুশি হবেন।

1st August এ বাংলাদেশে 3G নিলাম হবে। তিনটি mobile operator 3G নিবে।

আমার যানা মতে Grameen Phone , Robi sure নিবে কিন্তু আরেকটা  Citycell or Airtel নিবে।

Citycell এর chance বেশি।কারন Airtel Internet এ বেশি নজর দে না।আর citycell internet এর দাম কম রাখবে।

আপনারা কি জানেন Teletalk 3G আশার পর ঢাকা তে এই পর্যন্ত অনন্যা  operator এর থেকে কয়েক গুন বেশি Teletalk 3g sim বিক্রি হয়েছে।

No more today.

Bye.

Level 0

আমি Guru। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Tnx Bro @Ato Valo Akta News Daur jonno……….

Level 0

ভাই কি বাংলাদেশ ও নতুন নাকি? আপনার লেখা দেইখা তো তাই মনে হইতেছে। এর আগেও যে ৫ থেকে ৬ বার ৩জির নিলামের ডেত দিছিল সেইটা কি আপনি জানেন না নাকি। আবার ডেট দিছে আবার ডেট পিছাইব। দয়া কইরা এইরকম ফালতু পোস্ট আর লেইখেন না।

Level 0

জনাব টিউনার সাহেব, আপনি Grameen Phone , Robi, Citycell, Airtel নিয়ে লিখেছেন, ভাল কথা।
তা বাংলাদেশে Banglalink নামে যে আরেকটা মোবাইল অপারেটর আছে সেটা আপনি জানেন। জানলে Banglalink এর কথা বললেন না কেন ?? 🙁

Level 0

আপনি যেইভাবে বললেন কোন কোন কোম্পানি 3g নিবে তাতে মনে হল বিটিআরসি লাইসেন্স নিলাম না ফেরি করে বিক্রি করবে। আপনি কি জানেন প্রত্যেকটা মোবাইল কোম্পানি 3g লাইসেন্সের জন্য তীর্থের কাকের মত বসে আছে। এয়ারটেলের কথা বললেন তারা 3g নিবে না কিন্তু তাদের 3g লোগো তৈরি করে দিলেন, ব্যাপারটা বুঝলাম না। আর প্রথমেই বললেন তিনটি কোম্পানি থ্রিজি লাইসেন্স নিবে কথাটা ঠিক হয় নি। তিনটি কোম্পানি লাইসেন্স নিবে না প্রথম দফায় তিনটি কোম্পানিকে থ্রিজি লাইসেন্স দেওয়া হবে। টিটিতে টিউন করলে ভালভাবে জেনে তারপর টিউন করবেন।

Level 0

বাংলাদেশে একটা আলেয়ার আলো বালের নাম ৩জি। দরকার নাই আমাদের এই বাল্টার। পারলে Edge থেকে Gprs এ ব্যাকডেট করে দেক।

    @BluBerry: ঠিক বলেছেন আপাতত্ব এই বাল্ব এর খরচটা বহন করতে পারছি কিন্তু ৩জি হলে কত দিকদিয়ে যে টাকা হাতিয়ে নিবে এরকোন সঠিক বন্দবস্ত আছে কি কারও জানা…

গুড নিউজ (y)
যদিও নিউজটা অনেক আগে থেকেই জানি। এই জুনে নিলামের কথা ছিল।
যাই হোক, শুনে খুশি হইলাম ১ আগস্ট নিলাম হবে, কিন্তু কত সালের ১ আগস্ট? 😀

Level New

আচ্ছা ৩জি নিলাম হোক আর যাই হোক, ইন্টারনেট ব্যবহার এর মূল্য কমবে কিনা সেটা বলেন?

Level 0

বা* জি নিমু দিবেন নাকি! ২জি তেই স্পীডের খবর নাই আর আপনে ৩জি নিয়া আইছেন!!!