গ্রামীনফন মুলত তাদের huwaei e1550 মডেমটা বের করেছিল কারণ তখন বলা হয়েছিল খুব শিগ্রই বাংলাদেশে 3G আসছে । তাই এই মডেমটা 3G সাপোর্ট করে । এই মডেমটা UMTS এবং HSDPA দুই ধরণের নেটওয়ার্কই ধরতে পারে । অনেকে এই বিষয়টা নিয়ে প্রশ্ন করেছিলেন তাই এই বিষয়ে টিউন করতে আগ্রহী হলাম । আসুন এবার কাজের কথায় । নিচের পদক্ষেপগুলো অনুসরণ করুন-
১)আপনার গ্রামীনফন মডেমটার সাথে যে সফটওয়্যারটা দেওয়া আছে ওইটা আনইন্সটল করুন । (না করলেও সমস্যা নেই তবে সে ক্ষেত্রে স্পীড কিছুটা কম পেতে পারেন , আমি ঠিক জানি না)
২)এবার এখান থেকে huwaei এর মোবাইল পার্টনার ভার্সন ২৩ ডাউনলোড করে ইন্সটল দেন । ইন্সটল করার সময় মডেমটি খুলে রাখুন ।
৩) এবার ইন্সটল এর পর টেলিটক 3G সিম সহ মডেম সংযোগ করুন ।
৪)যদি নেটওয়ার্ক এর জায়গায় 3G আসে তবে ভাল কিন্তু যদি না আসে তবে setting থেকে option এ ক্লিক করুন করুন । এবার ছবির মতো network থেকে WCDMA prferred অপশনটি সিলেক্ট করুন।
৫)যদি এর পরেও 2G ই আসে তবে আপনার এলাকায় টেলিটক 3G সার্ভিস নেই ।
৬)কাজ শেষ এবার খালি কানেক্ট করুন । প্রোফাইল চেঞ্জ করার দরকার নেই গ্রামীনফন থাকলে হবে ।
আমি আমার এলাকায় ৯০০-১০০০ kbps পাই । তবে এলাকা বেদে তারতম্য হতে পারে নিচে স্পীড এর একটি স্ক্রীন সুট দিলাম ।
আমি Sadman Apurbo। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
vai amar ta ZTE er modem, amar tar ki hoibo ?