গ্রামীনফোনের হাওয়াই (e1550) মডেম এ চালান টেলিটক 3G

গ্রামীনফন মুলত তাদের huwaei e1550 মডেমটা বের করেছিল কারণ তখন বলা হয়েছিল খুব শিগ্রই বাংলাদেশে 3G আসছে । তাই এই মডেমটা 3G সাপোর্ট করে । এই মডেমটা UMTS এবং HSDPA  দুই ধরণের নেটওয়ার্কই ধরতে পারে । অনেকে এই বিষয়টা নিয়ে প্রশ্ন করেছিলেন  তাই এই বিষয়ে টিউন করতে আগ্রহী হলাম । আসুন এবার কাজের কথায় । নিচের পদক্ষেপগুলো অনুসরণ করুন-

১)আপনার গ্রামীনফন মডেমটার সাথে যে সফটওয়্যারটা দেওয়া আছে ওইটা আনইন্সটল করুন । (না করলেও সমস্যা নেই তবে সে ক্ষেত্রে স্পীড কিছুটা কম পেতে পারেন , আমি ঠিক জানি না)

২)এবার এখান  থেকে huwaei এর মোবাইল পার্টনার ভার্সন ২৩ ডাউনলোড করে ইন্সটল দেন । ইন্সটল করার সময় মডেমটি খুলে রাখুন ।

৩) এবার ইন্সটল এর পর টেলিটক 3G সিম সহ মডেম সংযোগ করুন ।

৪)যদি নেটওয়ার্ক এর জায়গায় 3G আসে তবে ভাল কিন্তু যদি না আসে তবে setting থেকে option এ ক্লিক করুন করুন । এবার ছবির মতো network থেকে WCDMA  prferred অপশনটি সিলেক্ট করুন।

৫)যদি এর পরেও 2G ই আসে তবে আপনার এলাকায় টেলিটক 3G সার্ভিস নেই ।

৬)কাজ শেষ এবার খালি কানেক্ট  করুন । প্রোফাইল চেঞ্জ করার দরকার নেই গ্রামীনফন থাকলে হবে ।

আমি আমার এলাকায় ৯০০-১০০০ kbps পাই । তবে এলাকা বেদে তারতম্য হতে পারে নিচে স্পীড এর একটি স্ক্রীন সুট দিলাম ।

Level 2

আমি Sadman Apurbo। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

vai amar ta ZTE er modem, amar tar ki hoibo ?

মডেল কোনটা??

গত একবছর ধরে যে মডেমগুলো বিক্রি করছে জিপি তার সবই থ্রিজি সাপোর্ট করে। আমি ZTE MF-190 ইউজ করি, ফুল স্পীড, ডিফল্ট সফটওয়ার।

Level 2

আমি জিপির সফট দিয়ে ৩জি ব্যাবহার করছি হুয়াউই (ই-১৫৫০) মডেম দিয়ে।

Software koi ?

Level 0

milon vai kivabe bolben plz?

    Level 2

    @nazmul93: কোন কিছুই লাগেনা। সরাসরি জিপি মডেমের সফটওয়্যারটা ইনষ্টল করে ৩জি সিম দিয়ে কানেক্ট করেন। কোন সেটিংস দরকার নাই।

Level 0

vai settings ta ki hobe??
default configaration does not exist show kortase

    @nazmul93: @nazmul93: সেটিং দরকার নাই সিম ঢুকান তারপর টাস্ক বারের নেটওয়ার্ক এর জায়গায় ক্লিক করুন । সেখানে দেখবেন bMobile লেখা ওইটাতে কনেক্ট করুন ।

হুম জিপি এর ডিফল্ট সফটওয়্যার দিয়ে চলবে কিন্তু ওইটা অনেক পুরাতন এবং অনেকে ওইটা নিয়ে অভিযোগ করেন যে স্পীড কম পায় @Sk Milon

    Level 2

    @সাদমান: স্পিড কম পায় কিনা এখনো কিছু বুঝিনি, কারন আমি শুধু ৩জি দিয়ে ব্রাউজ (৫১২কেবিপিএস) করি তাতে করে বাংলালায়ন (১এমবিপিএস) কানেকশনের চাইতে গতি অনেক বেশি পাই।

হুম তাহলে মনে হয় কোন সমস্যা নাই

Level New

টেলিটকের ২g কানেকশন কি গ্রামে পাওয়া যাবে ?

Level 0

vai kon pakaj use koren???

চমৎকার টিউন 🙂

Level 0

আমি Teletalk 3G এর Flash Modem Use করি। এর Software টা আমার ভালো লাগে নাই। মডেল ZTE MF190A HSUPA। এই মডেম এর জন্য ZTE এর Official কোন Software যদি দিতে পারতেন তাহলে উপকৃত হতাম।

ভাই আমি জিপি মোডেম ইউজার । টেলিটক এর এই মডেমটা ইউজ করি নাই তাই দিতে পারব না । কারন এইগুলা খুবি সেনসিটিব বিষয়। উলটা পালটা হলে মোডেম ডেড হয়ার সম্ভবনা থাকে……